সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি
ছবি: সংগৃহীত
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) সকাল থেকে তার কোনো খোঁজ মিলছে না। এ ঘটনায় তার পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
বিভুরঞ্জন সরকারের পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে আজকের পত্রিকা অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও তিনি ভুলক্রমে বাসায় রেখে যান।
পরিবারের সদস্যরা জানান, দুপুরের পরও তিনি না ফেরায় তারা অফিসের সঙ্গে যোগাযোগ করেন। তখন জানতে পারেন, বিভুরঞ্জন সরকার সেদিন অফিসে যাননি। 'আজকের পত্রিকা' কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন।
নিখোঁজ সাংবাদিকের মেয়ে রিতু সরকার জানান, তারা সম্ভাব্য সব জায়গায়, যেমন—আত্মীয়-স্বজনের বাসা, হাসপাতাল এবং পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েছেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। কোনো উপায় না দেখে বৃহস্পতিবার রাতেই তার ছেলে ঋত সরকার রমনা থানায় জিডি করেন।
আরও পড়ুন: মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল
বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার তার ফেসবুকেও দাদার নিখোঁজ হওয়ার খবরটি জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন।
তিনি লিখেছেন, তার জন্য আমরা পরিবারের সবাই ভীষণ উদ্বেগের মধ্যে আছি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, জিডির পর থেকেই পুলিশ বিভুরঞ্জন সরকারের খোঁজখবর নিচ্ছে। তদন্ত কর্মকর্তা এসআই অরূপ তালুকদার বলেন, নিখোঁজের খবরটি দেশের সব থানায় জানানো হয়েছে এবং তাকে খুঁজে বের করতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে ৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার 'আজকের পত্রিকা'য় সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। এছাড়া, তিনি বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম লিখে থাকেন, যার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অন্যতম।
সবশেষ খবর অনুযায়ী, শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং তারা আশা করছেন দ্রুতই তার সন্ধান মিলবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








