৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত
৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবসকে ঘিরে সারাদেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ চাইলে সবকিছু ভালোই হবে।
তিনি বলেন, গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কারো পক্ষ থেকে কোনো নাশকতার তথ্য বা গোয়েন্দা সতর্কতা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।
তবে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, এই অভিযান ডিএমপির নিজস্ব পরিকল্পনা। তারা প্রয়োজনবোধে এ ধরনের ব্যবস্থা নিতে পারে। এটি সারাদেশব্যাপী কোনো অভিযান নয়, বরং রাজধানীভিত্তিক একটি টার্গেটেড উদ্যোগ।
আরও পড়ুন: জাতিসংঘে দাঁড়িয়ে ইসরায়েলের বিচার দাবি বাংলাদেশের
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, যেকোনো সময় নিরাপত্তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বাহিনী ব্যবস্থা নেয়। সুতরাং এটি অস্বাভাবিক কিছু নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় সবাইকে আনা হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অনএরাইভাল ভিসা সংক্রান্ত গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনএরাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি আছে, তাদের নাগরিকদের আমরা এই সুবিধা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।
তিনি আরও জানান, সম্প্রতি মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল আমার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
৫ আগস্টের গণ-অভ্যুত্থান দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী এখনো কোনো হুমকির আশঙ্কা নেই। এদিকে গঙ্গাচড়ায় হামলাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি