জাতিসংঘে দাঁড়িয়ে ইসরায়েলের বিচার দাবি বাংলাদেশের

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা ও নিষ্ঠুর বর্বরতা অবসানে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই আহ্বান জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, ইসরায়েল এখন পর্যন্ত ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষকে হত্যা করেছে। এটি একটি অব্যাহত গণহত্যা, যা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই অপরাধযজ্ঞে জড়িত সকলকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে, ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের সমান্তরাল ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নই একমাত্র কার্যকর পথ।
তিনি জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, এই রাজনৈতিক সমাধান বাস্তবায়নে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।
আরও পড়ুন: তারুণ্যের শক্তিই রাজনৈতিক রূপান্তরের ভিত্তি: পররাষ্ট্র উপদেষ্টা
গাজা পুনর্গঠনের লক্ষ্যে আরব দেশগুলোর প্রস্তাবিত উদ্যোগকে স্বাগত জানিয়ে মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।
তিনি হুঁশিয়ার করে বলেন, গাজায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রমে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা বাংলাদেশ সর্বাত্মকভাবে প্রতিরোধ করবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন নতুন মাত্রায় পৌঁছায়। এর প্রেক্ষিতে, ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “United Nations High-Level International Conference for the Peaceful Settlement of the Question of Palestine and the Implementation of the Two-State Solution”।
এই সম্মেলনের লক্ষ্য ছিল:
- ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক সমর্থন পুনর্ব্যক্ত করা
- ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমন্বিত কণ্ঠ গঠন করা
- শান্তি ও ন্যায়ের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন ত্বরান্বিত করা।
জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার এবং সম্মানজনকভাবে বসবাসের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি, শুধু একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্রই এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পারে। বাংলাদেশ সব সময় সেই লক্ষ্যের পক্ষে থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি