News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১১, ১২ জুলাই ২০২৫
আপডেট: ১১:১১, ১২ জুলাই ২০২৫

সোহাগ হত্যা মামলার বিচার দ্রুত হবে: আসিফ নজরুল

সোহাগ হত্যা মামলার বিচার দ্রুত হবে: আসিফ নজরুল

আসিফ আকবর। ফাইল ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে নিহত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল  লেখেন, ''মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। দায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হবে।

এদিকে, শুক্রবার (১১ জুলাই) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজী (৩২)-কে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন: পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ নির্মম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়