News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৩, ১৪ মে ২০২৫

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল-বন্দি চুক্তি 

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল-বন্দি চুক্তি 

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগনি, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৪ মে) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুদক প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এছাড়া ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য টিউলিপ সিদ্দিককে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে বলে জানান দুদক চেয়ারম্যান। 

আরও পড়ুন: শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, দুর্ভোগে নগরবাসী

তিনি বলেন, টিউলিপ সিদ্দিক দুদকের তলবে সাড়া দেননি কিংবা কোনো প্রতিনিধিও পাঠাননি। ফলে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তার বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তা নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মামলা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়