শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, দুর্ভোগে নগরবাসী
ছবি: সংগৃহীত
নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।
বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টার দিকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এর ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, উচ্চ মাধ্যমিক পাশের পর প্রচলিত ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ এবং ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স দুটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে। কিন্তু এগুলোকে এখনও স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া হয়নি। তারা অবিলম্বে এ দুটি কোর্সকে ডিগ্রি সমমানের স্বীকৃতি প্রদান ও বাস্তবায়নের দাবি জানান।
আরও পড়ুন: যমুনায় উপাচার্য, রাস্তায় জবি শিক্ষার্থীরা
এর আগে সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে এক সমাবেশ থেকে তারা এক ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। দাবি বাস্তবায়নে কোনো আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
অবরোধের কারণে শাহবাগ, কাকরাইল, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্তও অবরোধ অব্যাহত ছিল। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, বিকল্প পথে গাড়ি চালানো হলেও আশপাশের এলাকায় যানজট পরিস্থিতি আরও তীব্র হয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি ও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়েও কোনো ফল না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন। দাবি মানা না হলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।
নিউজবাংলাদেশ.কম/পলি








