‘গণঅভুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে বিভ্রান্ত করার সুযোগ নেই’
ছবি: সংগৃহীত
জুলাই অভুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে তাদের বিভ্রান্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর পানি ভবনে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার কোনো সুযোগ নেই। ১৮ কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল। তবে মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে তাদের বিভ্রান্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারা বলেছে এখনও অনাস্থার কোনো পরিবেশ তৈরি হয়নি। কাজেই অনাস্থা তৈরির মতো কোনো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না।
নির্বাচন নিয়ে কী পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণসহ সবাইকে জানিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনে গিয়েও একই কথা বলেছেন। এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার আর কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা জানিয়েছেন সেই সময়সীমার মধ্যেই এখনো আমরা স্থির রয়েছি।
পরিবেশের ক্ষতি করে কোন উন্নয়ন ফলপ্রসূ হবে না উল্লেখ করে পরিবেশের সুরক্ষায় ইলেকট্রিক গাড়ির ব্যবহারের বিষয়েও কথা বলেন উপদেষ্টা।
নিউজবাংলাদেশ.কম/এনডি








