News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৩, ২০ আগস্ট ২০২৫

প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করেছে সরকার: আসিফ নজরুল

প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করেছে সরকার: আসিফ নজরুল

ফাইল ছবি

গত এক বছরে বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

বুধবার (২০ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। 

তিনি জানান, গত এক বছরে মোট ১০ লাখ ১৫ হাজার কর্মী বিদেশে পাঠানো হয়েছে এবং এই সময়ে রেমিট্যান্স প্রবাহ ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

উপদেষ্টা বলেন, এই অগ্রগতি ভবিষ্যতে দেশের অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক প্রভাব ফেলবে।

ড. আসিফ নজরুল জানান, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে মালয়েশিয়া ও সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

  • মালয়েশিয়া: মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য ‘মাল্টিপল ভিসা’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী বড় সুযোগ তৈরি করবে। আগের চুক্তির আওতায় যারা যেতে পারেননি, তাদের মধ্য থেকে প্রথম ধাপে ৮ হাজার শ্রমিক পাঠানো হচ্ছে। এই চুক্তি এখনো বলবৎ রয়েছে।
  • সৌদি আরব: সৌদি আরবের সঙ্গে একটি নিরাপদ ও কম খরচে শ্রমিক প্রেরণের বিষয়ে প্রথমবারের মতো একটি চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে। সেপ্টেম্বর মাসে এই চুক্তি চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • নতুন শ্রমবাজার: মধ্যপ্রাচ্য ও আরব আমিরাতের ওপর নির্ভরশীলতা কমাতে নতুন শ্রমবাজারে প্রবেশের জন্যও সরকার কাজ করছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে দক্ষ শ্রমিক প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ শ্রমিক পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং জাইকার সহযোগিতায় জাপানি ভাষা শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা

বিদেশে শ্রমিকদের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশে, বিশেষ করে আরব আমিরাতে ল ফার্ম স্থাপন করেছে। নারী শ্রমিকদের নিয়মনীতির আওতায় আনার কাজও চলমান আছে।

আইনি সংস্কারের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, এক বছরের মধ্যে পুরো সংস্কার সম্ভব না হলেও এর ভিত্তি তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে সত্যিকারের পরিবর্তন সম্ভব হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে স্বচ্ছতার আওতায় আনার কাজ করা হচ্ছে, তবে একদিনে ফেইক ডকুমেন্টেশন বন্ধ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

‘জুলাই অভ্যুত্থানে’ আটককৃতদের মুক্তি ও পুনর্বাসন
ড. আসিফ নজরুল জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন দেশে যেসব প্রবাসী আটক হয়েছিলেন, তাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। সৌদি আরবে আটক হওয়া ১,৮৭৬ জন বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া যারা দেশে ফেরত এসেছিলেন, তাদের মধ্যে কিছু সংখ্যককে পুনরায় বিদেশে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে পুনর্বাসনের কার্যক্রম চলছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রেমিট্যান্স পাঠানো সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে:

  • প্রবাসীরা এখন সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন।
  • প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
  • দক্ষ কর্মী তৈরিতে কেয়ার গিভারদের জন্য ৬ মাসের প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

ড. আসিফ নজরুল জানান, এসব উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।

তিনি বলেন, মন্ত্রণালয় দক্ষ কর্মী ও শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টিতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়