News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৫, ১৫ আগস্ট ২০২৫

সম্প্রীতি রক্ষায় প্রধান উপদেষ্টার আহ্বান

সম্প্রীতি রক্ষায় প্রধান উপদেষ্টার আহ্বান

ফাইল ছবি

শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

একই সঙ্গে তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও আহ্বান জানান। তথ্য অধিদপ্তরের একটি বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মাবতার শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় তার শিক্ষা ও দর্শন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তিনি যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষা করতে আবির্ভূত হয়েছেন। সৃষ্টিকর্তার বন্দনা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বীসহ সকলকেই গভীরভাবে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জন্মদিনে ড. ইউনূসের ফুলের শুভেচ্ছা

ড. ইউনূস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। আবহমানকাল ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। 

তিনি আরও উল্লেখ করেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার এই সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস বিশ্বাস করেন যে, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর এবং বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। 
তিনি জন্মাষ্টমী উৎসবের সার্বিক সফলতা এবং দেশের প্রতিটি নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়