ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোন সন্দেহ নেই: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
দেশে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বিলম্বিত করার মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং যারা নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও হক আল আমীনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়েছে এবং বর্ষাকাল শেষ হলেই রাজনৈতিক আমেজ আরও বাড়বে।
তিনি বলেন, যখন আমেজ তৈরি হবে, তখন মানুষের মাঝে একটা আনন্দ তৈরি হবে। এ ছাড়া সামাজিকভাবে নির্বাচনের আমেজ আরও তৈরি হবে, যখন তফসিল ঘোষণা হবে। যারা নির্বাচনে অংশ নেবেন, তারা মানুষের কাছে যাবেন। মানুষ তাদের সঙ্গে কথা বলবেন। তখন সত্যিকার অর্থে একটি নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে। তখন সব সন্দেহ দূর হয়ে যাবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছে এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও হক আল আমীন তৎকালীন আওয়ামী লীগ ও যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হন। রাব্বি ছিলেন ছাত্রদলের স্থানীয় নেতা এবং আল আমীন একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। উভয় শহীদের কবরেই তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ: ইসি সচিব
তিনি বলেন, আমি ছুটি পেয়ে এসেছি, পর্যায়ক্রমে আরও আট শহীদের কবরে যাব। নতুন বাংলাদেশ গঠনে তাদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সব সময় বদ্ধপরিকর।
প্রেস সচিব মাগুরায় জুলাই-আগস্ট মাসে মোট ১০ জন শহীদ হওয়ার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা আজকের এই দিনে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি।
তিনি আরও জানান, বর্তমানে একটি রাজনৈতিক মীমাংসা প্রক্রিয়া চলছে এবং শহীদদের আত্মত্যাগের ফলেই একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তাদের সম্মান জানাতেই তিনি শহীদদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ইতোমধ্যে আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ ও ভোটকেন্দ্রের তালিকা তৈরির মতো প্রাথমিক কাজগুলো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
যদিও তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রেস সচিবের বক্তব্যে সরকারের দ্রুত নির্বাচন আয়োজনের আগ্রহের বিষয়টি স্পষ্ট। গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি তার শ্রদ্ধা নিবেদনের বিষয়টিও দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নীতি ও রাজনৈতিক অবস্থানকে তুলে ধরে, যেখানে গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি সম্মান জানানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








