১৫ আগস্ট: শোক দিবস পালন থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ
ফাইল ছবি
অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত কাজের দায়িত্ব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে বিভাগটি। একই সঙ্গে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
রুলস অব বিজনেস-এর অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর অধীনে মন্ত্রিপরিষদ কাজের মধ্যে ৯-এ-আইটেমে ছিল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়টি। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ওই ধারা বিলুপ্ত হলো।
আরও পড়ুন: ‘মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা’
গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করেছেন। সংশোধন অনুযায়ী সিডিউল-১ এ মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে Item No. 9A এবং এর বিপরীতে উল্লেখিত এন্ট্রি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ আগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। এ দিন সরকারি ছুটি থাকত এবং ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে সারাদেশে পালন করা হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার শোক দিবস পালন ও এ দিনের সরকারি ছুটি বাতিল করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








