News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ১৫ আগস্ট ২০২৫
আপডেট: ১২:৫৯, ১৫ আগস্ট ২০২৫

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদক বহনে নিষেধাজ্ঞা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদক বহনে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ অবৈধ বস্তু বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ স্থান। প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচারকার্য পরিচালনা করেন। সম্প্রতি দেখা গেছে, কিছু বিচারপ্রার্থী ও মামলা–সংশ্লিষ্ট ব্যক্তি কোর্ট প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ অবৈধ বস্তু বহন করছেন, যা আদালতের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করছে।

আরও পড়ুন: ৭ দিনের মধ্যে সাদা পাথর আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া বৈধ লাইসেন্সধারী হলেও এ নির্দেশনা কার্যকর হবে। লঙ্ঘনকারীর বিরুদ্ধে অস্ত্র আইন ও অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। এটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়