News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২২, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০১:০৮, ১৮ জানুয়ারি ২০২০

৫৭ ধারার রিটের আদেশ বুধবার

৫৭ ধারার রিটের আদেশ বুধবার

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা অসাংবিধানিক ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ, বুধবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আদেশের জন্য এ দিন ধার্য্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট শিশির মুনির।

এর আগে গত রোববার ও সোমবার এ রিটের ওপর শুনানি হয়। ওই দুই দিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

গত মাসের ২৬ তারিখে এ আইনের ৫৭ ধারার ভুক্তভোগী জনৈক জাকির হোসেন এ রিট আবেদনটি দায়ের করেন। আইন সচিব ও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

জানতে চাইলে আইনজীবী শিশির মুনির বলেন, ‘৫৭ ধারাটি সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। এজন্য আমরা এ ধারাটি অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট আবেদনটি দায়ের করেছি। সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের চোখে সকলে সমান এবং ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথাও বলা হয়েছে। কিন্তু স্বাধীনভাবে কথা বললেই ৫৭ ধারার অধিনে মামলা করা হয়রানি করা হয়।’

নিউজবাংলাদেশ.কম/ইআই/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়