News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৯, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০১:০৮, ১৮ জানুয়ারি ২০২০

মিনুর জামিন আবেদন নামঞ্জুর, আবারও কারাগারে

মিনুর জামিন আবেদন নামঞ্জুর, আবারও কারাগারে

রাজশাহী: রাজশাহী মহানগর বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনুর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার (৩১ আগস্ট) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন দুপুরে জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

মিনুর আইনজীবী অ্যাডভোকেট শাহ নেওয়াজ নিউজবাংলাদেশকে জানান, কারাবন্দি মিজানুর রহমান মিনুকে আজকে আদালতে দুটি মামলায় হাজির করে পুলিশ। এ সময় আদালতে মতিহার থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় জামিনের আবেদন জানান তিনি। তবে শুনানি শেষে বিচারক আলতাফ হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করেন। পরে তাকে প্রিজন ভ্যানে করে আবারও কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, বোয়ালিয়া থানায় দায়ের করা সরকারি কাজে বাধা দানের একটি মামলায় রাসিকের প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম রাজশাহীর অতিরিক্ত মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক জুলফিকার উল্লাহ জামিন মঞ্জুর করেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়