কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
ঢাকা: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে উক্ত নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কেনো অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে হাইকের্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আজ (মঙ্গলবার) আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল আল-আমীন সরকার।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যাঞ্চেলর (ভিসি), রেজিষ্ট্রার, ডেপুর্টি রেজিস্টার, বাছাই কমিটিসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।
এর আগে গতকাল ৩০ আগস্ট রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দয়ের করেন সংক্ষুব্ধ কর্মচারীরা।
জানতে চাইলে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির তিনশত ১৩জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত ১৯ আগস্ট তাদের মধ্য থেকে ৯৫ জনকে বাদ দিয়ে বাকীদের নিযোগ ঠিক রাখেন কতৃপক্ষ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৮১জন কর্মচারী হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে আদালত আজ এই আদেশ দেন।’
নিউজবাংলাদেশ.কম/আইএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








