ফখরুলের জামিনের মেয়াদ ৬ সপ্তাহ বাড়লো
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ আরও ছয় সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
নাশকতার তিন মামলায় আপিল বিভাগ থেকে ছয় সপ্তাহের জামিনে থাকা ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য আরও আট সপ্তাহের সময় চেয়ে গত রোববার (২৩ আগস্ট) চেম্বার বিচারপতির আদালতে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার (৩১ আগস্ট) শুনানির দিন ধার্য করেন।
সকালে শুনানি শেষে আপিল বিভাগ তার জামিনের মেয়াদ ছয় সপ্তাহের জন্য বাড়িয়ে দেন।
আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
গত ১৩ জুলাই নাশকতার তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান মির্জা ফখরুল।
ওই আদেশে বলা হয়েছিল, মেডিকেল বোর্ডের প্রতিবেদন অনুসারে মির্জা ফখরুলের রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও তিনি গুরুতর স্টেনোসিসে (রক্তনালি সংকুচিত হয়ে যাওয়া) আক্রান্ত। এ জন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন। মির্জা ফখরুলকে দেওয়া জামিন শারীরিক কারণে ছয় সপ্তাহের জন্য বহাল রাখা হলো। এ সময়ের মধ্যে তিনি চাইলে উন্নত চিকিৎসা নিতে পারবেন। তবে ছয় সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এ বছরের ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার মামলা একটি।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এফই
নিউজবাংলাদেশ.কম








