ফালুর বিরুদ্ধে দুদকের মামলাটি চলবে
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালুর জ্ঞাত আয় বহির্ভূত বিষয়ে দুদকের দায়ের করা মামলাটি বিচারিক আদালতে চলবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আজ আদালতে ফালুর পক্ষে শুনানি করেন, সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাড. খুরশীদ আলম খান।
এর আগে ২০১২ সালের জানুয়ারি মাসে দুদকের ওই মামলাটি বাতিল চেয়ে ফালু হাইকোর্টে আবেদন করেন। এরপর শুনানি করে আদালত তার আবেদনটি মঞ্জুর করে দুদকের দায়ের করা মামলা বাতিল করে দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৭ সালের ৮ জুলাই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ এনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বলা হয়, ফালু ১৪ কোটি ৯৫ লক্ষ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ চার কোটি ৫৭ লাখ ৪১ হাজার টাকা সম্পদের তথ্য গোপন করেছে।
এ মামলা খারিজ চেয়ে হাইকোর্টে ফালু আবেদন করলে আদালত এটি মঞ্জুর করেন। হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে দুদক আপিলে গেলে শুনানি করে বৃহস্পতিবার আপিল বিভাগ আদেশ দেন, ফালুর বিরুদ্ধে দুদকের মামলাটি চলবে।
নিউজবাংলাদেশ.কম/এমএইচএম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








