News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৮, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২৪, ২০ জানুয়ারি ২০২০

অর্থপাচার মামলা

ড. মোশাররফের জামিন স্থগিত

ড. মোশাররফের জামিন স্থগিত

ঢাকা: অর্থপাচার মামলায় হাইকোর্টের দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের জামিন দুসপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৯ আগস্ট বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ দুদকের এ মামলায় ড. মোশাররফকে জামিন দিয়েছিলেন।

ওই জামিন আদের স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন(দুদক) চেম্বার বিচারপতির আদালতে গেলে তিনি শুনানি করে এটি আপিল বিভাগে পাঠিয়ে দেন।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার শুনানি করে মোশাররফ হোসেনের জামিন দুসপ্তাহের জন্য স্থগিত করে দেন।

এর ফলে আপাতত মুক্তি মিলছে না খন্দকার মোশাররফের।

বৃহস্পতিবার আদালতে মোশাররফ হোসেনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এ বিষয়ে জানতে চাইলে খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, “আদালত মোশাররফ হোসেনের জামিন আগামী দুসপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন।”

তিনি বলেন, “আদালত এই সময়ের মধ্যে দুদককে লিভ টু আপিল করতে বলেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় খন্দকার মোশারফ হোসেনে বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করেছেন। তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ৪৩ পাউন্ড (হিসাব নম্বর ১০৮৪৯২) জমা রয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন এ টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায়।

একই বছরের ১৪ আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

খন্দকার মোশারফ বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি আছেন। 

নিউজবাংলাদেশ.কম/এএম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়