News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৬, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

মাগুরার আলোচিত মামলা: সেন সুমন সাতদিনের রিমান্ডে

মাগুরার আলোচিত মামলা: সেন সুমন সাতদিনের রিমান্ডে

মাগুরা: আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তঃস্বত্ত্বা গৃহবধূ গুলিবিদ্ধ ও একজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সেন সুমনের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে জেলা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাড. মশিউর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক ৪ আগস্ট সেন সুমনকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৯ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করেন।”

তিনি আরো বলেন, “ধার্যদিনে রোববার দুপুরে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফারহা মামুন দশ কার্যদিবসের মধ্যে সেন সুমনকে সাতদিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।”

এর আগে সেন সুমনকে ২ আগস্ট ঢাকার কল্যাণপুর থেকে র‌্যাব-৪ গ্রেফতার করে। ৪ আগস্ট তাকে মাগুরা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করা হয়। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারভুক্ত মোট ১৬ আসামির মধ্যে প্রধান আসামি সেন সুমনসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

উল্লেখ্য, ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিতে নিহত হন মমিন ভূঁইয়া। এছাড়া গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন গৃহবধূ নাজমা বেগম। নিহত মমিনের পুত্র রুবেল ২৬ জুলাই জেলা সদর থানায় ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।  

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়