News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৩, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৬, ১৯ জানুয়ারি ২০২০

আরো এক মামলায় রিজভীর জামিন বহাল

আরো এক মামলায় রিজভীর জামিন বহাল

ঢাকা: হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে ৬ আগস্ট রিজভীকে হাই কোর্টের দেওয়া পাঁচটি মামলায় জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ওইদিন একটি মামলায় স্থগিতাদেশ ও দুটিতে শুনানির দিন ধার্য করা হয়।

মিরপুর ও পল্লবী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় ২ জুলাই রিজভীকে জামিন দিয়েছিলেন হাই কোর্ট। ৬ জুলাই ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিনই এ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়