News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩২, ২৪ মার্চ ২০১৯
আপডেট: ১২:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২০

মুসলিম দেশগুলো ভয়ে মুখ খোলে না: মাহাথির

মুসলিম দেশগুলো ভয়ে মুখ খোলে না: মাহাথির

মাহাথির মোহাম্মদ

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলো কথা বলতে ভয় পায় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ।

পাকিস্তানে তিন দিনের সফর শেষে নিজ দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। 

মাহাথির বলেন, পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা করার কারণে মুসলিম দেশগুলো ভয়ে মুখ খোলে না। কারণ তাদের ধারণা, ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

পরনির্ভরতার কারণেই মুসলিম দেশগুলোর সক্ষমতা বাড়ছে না বলেও মন্তব্য করেন মাহাথির।

তিনি বলেন, মুসলিম দেশগুলো সব বিষয়েই পশ্চিমাদের দ্বারস্থ হয়। নিজেদের সক্ষমতা অর্জনে তেমন তৎপরতা নেই। এজন্য তাদের অন্যায়গুলোর প্রতিবাদ মুসলিম দেশগুলো করতে পারে না। পশ্চিমারা যা শিখিয়ে দেয়, সেটিই তাদের বলতে হয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়