News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০০, ১৭ আগস্ট ২০২৫

২৪ ঘণ্টায় ফিলিস্তিনে নিহত ৭০, মোট মৃত্যু ছাড়ালো ৬১ হাজার

২৪ ঘণ্টায় ফিলিস্তিনে নিহত ৭০, মোট মৃত্যু ছাড়ালো ৬১ হাজার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩৮৫ জন। 

শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় জানায়, নতুন করে মৃত্যুর ঘটনায় গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।

তীব্র খাদ্য সংকটের মধ্যে অনাহার ও অপুষ্টিজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু। এর ফলে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৫১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৮ জনই শিশু। ত্রাণ ও মানবিক সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এমন হামলায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৯২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ফের গাজায় অভিযান শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন। তীব্র বোমাবর্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখনও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে। এ ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই অভিযানের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

একইসঙ্গে, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর বিচারের মুখোমুখিও রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়