ইসরায়েলের আকাশসীমা দখলের দাবি ইরানের
ছবি: সংগৃহীত
ইসরায়েলের আকাশসীমা বর্তমানে সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্নেল ইমান তাজিক।
মঙ্গলবার (১৭ জুন) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ দাবি করেন।
বুধবার (১৮ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেন, 'আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে, আমরা দখলদার বাহিনীর আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণ করছি। সেখানকার বাসিন্দারা এখন ইরানের হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।'
এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ঘোষণায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, 'মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।'
আরও পড়ুন: ‘যুদ্ধ শুরু হলো’, ট্রাম্পের হুমকির পর খামেনির বার্তা
গত ১৩ জুন ভোরে ইসরায়েল শুরু করে ‘অপারেশন রাইজিং লায়ন’, যার অংশ হিসেবে তেহরানসহ ইরানের আটটি শহরের প্রায় ১০০ স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ)। ওই হামলায় অন্তত ৪৫০ জন নিহত হন, যাদের মধ্যে রয়েছেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা।
এর জবাবে ইরান চালু করে ‘অপারেশন ট্রু প্রমিজ’। এই পাল্টা হামলায় এ পর্যন্ত ইসরায়েলে প্রায় ৫০০ জন হতাহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








