ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট

ছবি: নিউজবাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনগণকেন্দ্রিক সম্পর্ক বজায় রাখতে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের পার্শ্ববৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় এ কথা বলেছেন তিনি।
বাংলা ভাষায় টুইট করে মোদি লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
টুইট বার্তায় তিনি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। সীমান্ত অতিক্রম রোধ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোদি। টুইটে তিনি বৈঠকের তিনটি ছবিও যোগ করেন।
আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কিছু বলতে চাচ্ছে না ভারত
ড. ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর মোদির সঙ্গে এটিই ছিল তার প্রথম বৈঠক। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ড. ইউনূস মোদিকে একটি ছবি উপহার দেন।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদি।
অন্যদিকে, ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনা, তার উসকানিমূলক মন্তব্য বন্ধ করা, সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি ‘গঠনমূলক, কার্যকর ও ফলপ্রসূ’ হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি