News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৩, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৫:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

মার্কিন যুদ্ধবন্দিদের কাজে বাধ্য করায় ক্ষমা চাইবে মিৎসুবিশি

মার্কিন যুদ্ধবন্দিদের কাজে বাধ্য করায় ক্ষমা চাইবে মিৎসুবিশি

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন যুদ্ধবন্দিদের কাজ করতে বাধ্য করায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করতে যাচ্ছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি কর্পোরেশন। তৎকালীন এক যুদ্ধবন্দী ৯৪ বছর বয়সী জেমস মারফি এবং অন্যান্য বন্দীদের আত্মীয় স্বজনের কাছে মিৎসুবিশি এই ক্ষমা চাইবে বলে বিবিসি জানিয়েছে।

বিবিসির সংবাদদাতা জানান, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সাইমন ভিজেনথাল সেন্টারে এক অনুষ্ঠানে কোম্পানিটির এক নির্বাহী কর্মকর্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ভূমিকার কারণে গভীর অনুশোচনা প্রকাশ করবেন।

কোম্পানিটি এখন কেন দুঃখ প্রকাশ করতে যাচ্ছে তা পরিষ্কার নয়। তবে, মার্কিন যুদ্ধবন্দীদের কাছে পাঁচ বছর আগেই ক্ষমা চেয়েছে জাপান সরকার।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বন্দীদের কাছে জাপানের কোন কোম্পানি এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে যাচ্ছে। অন্যান্য কোম্পানিও একইভাবে তাদের ভূমিকার জন্যে ক্ষমা চাইবে বলে যুদ্ধাপরাধের বিচারের দাবীতে আন্দোলনকারীরা আশা করছেন।

আগামী অগাস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৭০ বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্তে মিৎসুবিশির এই ক্ষমা প্রার্থনার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা।

নিউজবাংলাদেশ.কম/এসজে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়