News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৪, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৫:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

ইয়েমেনের এডেনে হুতিদের হামলায় অন্তত ৫৭ নিহত

ইয়েমেনের এডেনে হুতিদের হামলায় অন্তত ৫৭ নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে শিয়া হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৫৭ নিহত হয়েছে। এতে আহত হয়েছে দুই শতাধিক মানুষ। নিহতদের সকলেই বেসামরিক নাগরিক বলে বিবিসি জানিয়েছে।

ইয়েমেনের নির্বাসিত সরকার বন্দর নগরটিকে ‘স্বাধীন’ ঘোষণা করার তিন দিন পর গত রোববার শিয়া হুতি বিদ্রোহীদের ছোড়া শেলের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান আল-কাদের লাসওয়ার বলেন, বন্দর নগরের উত্তরে দার সাদ জেলার পার্শ্ববর্তী এলাকায় চালানো ওই হামলায় মৃতের সংখ্যা ৪৩ থেকে বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন শিশু ও ছয়জন নারী রয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ ২১৫ জনের বেশি মানুষ আহত হয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হামলার কথা অস্বীকার করেছেন একজন হুতি নেতা। তবে ইয়েমেনের চিকিৎসা কর্মকর্তারা বলছেন, হুতিরাই হামলা চালিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলার সহায়তায় দেশটির সরকার সমর্থক বাহিনী গত সপ্তাহে এডেনের বিমানবন্দরসহ অধিকাংশ এলাকা পুনরায় দখলে নিয়েছে। এখনো কয়েকটি জেলায় প্রতিরোধ অব্যাহত রেখেছে ইরান-সমর্থিত হুতিরা। পুরো নগরের নিয়ন্ত্রণ নিতে সরকার-সমর্থক বাহিনী জোরালো চেষ্টা চালাচ্ছে।

ইয়েমেনে গত প্রায় চার মাস ধরে চলা সংঘাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়