News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ২০ আগস্ট ২০২৫

দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি

দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে।

বুধবার (২০ আগস্ট) সকালে স্কুলগুলোতে ই-মেইলের মাধ্যমে এ হুমকি আসে। এর আগে সোমবারও ৩২টি স্কুলে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

সংবাদ সংস্থা এএনআই -এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দক্ষিণ দিল্লির মালভিয়া নগর, নজফগড় এবং হৌজ রানি এলাকার কয়েকটি স্কুল হুমকি পেয়েছে। খবর পেয়ে পুলিশ, বোম্ব স্কোয়াড ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট স্থানে পৌঁছে তল্লাশি চালায়।

তদন্তে জানা গেছে, হুমকির ই-মেইল পাঠিয়েছে একটি সাইবার অপরাধী চক্র, যারা নিজেদের পরিচয় দিয়েছে ‘দ্য টেররাইজার্স ১১১ গ্রুপ’ নামে। তারা ৫ হাজার মার্কিন ডলার দাবি করে এবং স্কুলের আইটি সিস্টেম হ্যাক করার পাশাপাশি ভবনে পাইপ বোমা ও বিস্ফোরক বসানোর কথাও উল্লেখ করে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হুমকির উৎস শনাক্তে সাইবার টিম কাজ করছে এবং সব স্কুলেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়