News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৮, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৪৮, ২০ আগস্ট ২০২৫

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ৭১

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ৭১

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী বাসটির যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রথমে বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। কয়েক মিনিটের মধ্যে জ্বালানিবাহী ট্রাককে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রীসহ চারজন ছাড়া বাকি সবাই বাসযাত্রী। মাত্র তিনজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

আরও পড়ুন: চলমান বন্যা পরিস্থিতিতে ৫.৭ মাত্রা ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরা ইরান থেকে ফিরে আসছিলেন। সোভিয়েত আগ্রাসনের সময় আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের এ বছর দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইরান সরকার। জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৬০ হাজার আফগান দেশে ফিরেছেন।

প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর আসে আফগানিস্তান থেকে। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে বড় দুর্ঘটনা নিয়মিত ঘটছে দেশটিতে। গত ডিসেম্বরে জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়