News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ১৪ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:২৯, ১৪ আগস্ট ২০২৫

করাচিতে স্বাধীনতা দিবসে গুলিবর্ষণে নিহত ৩, আহত ৬৪

করাচিতে স্বাধীনতা দিবসে গুলিবর্ষণে নিহত ৩, আহত ৬৪

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে আকাশে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও এক বৃদ্ধ রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আজিজাবাদ ও করাঙ্গি এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

আজিজাবাদে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়, এবং করাঙ্গিতে স্টিফেন নামে এক ব্যক্তির প্রাণহানি ঘটে। পুলিশ আরও একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। আহতদের জিন্নাহ, আব্বাসি শহীদ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, লিয়াকতাবাদ, করাঙ্গি, লিয়ারি, মাহমুদাবাদ, আখতার কলোনি, কিমারি, জ্যাকসন, বলদিয়া, ওরাঙ্গি টাউন ও পাপোশ নগরসহ বিভিন্ন এলাকায় আকাশে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় জাল ভিসা কারবারে ১৬ বাংলাদেশি আটক

এ ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ এই ধরনের বেপরোয়া ও বিপজ্জনক কর্মকাণ্ডকে মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেছে এবং নাগরিকদের নিরাপদ উপায়ে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছে। 

তারা জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আকাশে গুলি ছোড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে করাচিতে একই ধরনের ঘটনায় অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন, এর এক বছর আগে আহত হয়েছিলেন আরও ৮০ জন। এ ধরনের ঘটনা প্রতিবছরই ঘটে, যা কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ উপায়ে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি/এনডি 

সর্বশেষ

পাঠকপ্রিয়