News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৭, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

ওহ্ দারিদ্র: একসঙ্গে পরিবারের পাঁচজনের আত্মহত্যা!

ওহ্ দারিদ্র: একসঙ্গে পরিবারের পাঁচজনের আত্মহত্যা!

ভারতের রাজস্থানের বিকানের জেলায় ব্যাস কলোনি এলাকায় এক পরিবারের পাঁচজন একযোগে আত্মহত্যা করেছেন। তীব্র দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে পরিবারের কর্তাসহ পাঁচজন এভাবে আত্মহননের পথ বেছে নেয় বেলে ধারণা করা হচ্ছে।

রোববার নবভারত টাইমস জানায়, স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা সন্তোষ চালকে জানিয়েছেন- নিদারূণ আর্থিক সংকটের প্রকোপে জেলার ব্যাস কলোনি থানার তিলকনগর এলাকার মুরারি লাল, তার স্ত্রী ও তিন কন্যা আত্মহনন করেছেন। এ ঘটনায় বিভাগীয় কশিনার সুবীর কুমার শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত হবে।

পুলিশের আইজি, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।      

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়