News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৮, ১৯ জানুয়ারি ২০২০

কুয়েতে বোমা হামলার ঘটনায় বিচার শুরু

কুয়েতে বোমা হামলার ঘটনায় বিচার শুরু

কুয়েতের আল সিদ্দিক মসজিদে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তদের বিচার শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, মঙ্গলবার কুয়েতের অপরাধ আদালত হামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত ২৯ জনের এই বিচার শুরু করেন।  

কুয়েত নিউজ এজেন্সি জানায়, অভিযুক্তদের মধ্যে ৭ কুয়েতি নাগরিক, ৫ সৌদি নাগরিক, ৩ পাকিস্তানি নাগরিক, ১৩ জন অবৈধ অভিবাসী, এবং একজন বিশেষ ‘লোক’, যার পরিচয় গোপন রাখা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার করে অপরাধ করার দায়ে মামলা করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার দায়েও তাদের অভিযুক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ।

প্রসঙ্গত, জুনের ২৬ তারিখ কুয়েতের আল সিদ্দিক মসজিদে ভয়াবহ বোমা হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও ২২৭ জন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়