ভয়েস মেইল ও মিসড কল রিমাইন্ডার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ছবি: ইন্টারনেট
তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগে হোয়াটসঅ্যাপ এখন নিয়মিত ব্যবহৃত হয়। তবে কাজের ব্যস্ততা বা দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে অনেক সময় কল রিসিভ করা সম্ভব হয় না। এ সমস্যার সমাধানেই নতুন দুই সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ-‘ভয়েস মেইল’ ও ‘মিসড কল রিমাইন্ডার’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জনিয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে ভয়েস মেইল ফিচার চালু করা হয়েছে। এর ফলে কোনো কল রিসিভ না করলে স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেসেজ রেকর্ড করার অপশন পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে ‘ক্যানসেল’ বা ‘কল এগেইন’-এর মাঝের নতুন অপশন থেকে সহজেই ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন, যা সঙ্গে সঙ্গেই প্রাপকের কাছে পৌঁছে যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানো গেলেও নতুন সুবিধাটি কিছুটা ভিন্নভাবে কাজ করবে। সাধারণত আলাদাভাবে ভয়েস মেসেজ রেকর্ড করতে হয়, কিন্তু ভয়েস মেইলের মাধ্যমে সরাসরি কলের সঙ্গে যুক্ত হয়ে মেসেজ রেকর্ড করা যাবে।
আরও পড়ুন: দশক পূর্তিতে নতুন কিছু ফিচার আনল ইউটিউব মিউজিক
এছাড়া ‘মিসড কল রিমাইন্ডার’ সুবিধার মাধ্যমে নির্দিষ্ট সময় পরপর ব্যবহারকারীদের মিসড কলের নোটিফিকেশন পাঠানো হবে। ফলে কাজের ফাঁকে বা অবসর সময়ে সহজেই ফের যোগাযোগ করা সম্ভব হবে। সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজবাংলাদেশ.কম/এসবি