News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৯, ১৯ আগস্ট ২০২৫

ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা লুকাবেন যেভাবে

ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা লুকাবেন যেভাবে

ছবি: ইন্টারনেট

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করা এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। এসব পোস্টে লাইক ও মন্তব্য পাওয়া গেলেও অনেক সময় লাইক সংখ্যাকে ঘিরে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় চাপ বা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভোগেন। এ সমস্যার সমাধানে ইনস্টাগ্রাম পোস্টের লাইক ও শেয়ারের সংখ্যা লুকানোর সুবিধা চালু করেছে।

যেভাবে লাইক সংখ্যা লুকাবেন:
স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
এবার স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
এখন ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক’ লাইনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
মেনুটি নিচের দিকে স্ক্রল করুন এবং ‘হোয়াট ইউ সি’ সেকশনটি খুঁজে বের করুন।

আরও পড়ুন: প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা

এই সেকশনে নিচে থাকা ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনে ক্লিক করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ক্লিক করে ফিচারটি বন্ধ করে দিন। ফিচারটি বন্ধ করলে বাটনটি সাদা থেকে কালো রঙের হয়ে যাবে।

এবার গতানুগতিক পদ্ধতিতে ছবি বা ভিডিও পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়