News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৩, ২৮ জানুয়ারি ২০২৫

পরীক্ষামূলকভাবে চালু হল স্টারলিংকের স্যাটেলাইট-টু-সেলফোন সেবা 

পরীক্ষামূলকভাবে চালু হল স্টারলিংকের স্যাটেলাইট-টু-সেলফোন সেবা 

ছবি: ইন্টারনেট

অবশেষে স্টারলিংকের ‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট–সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।  সোমবার (২৭ জানুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

তিনি বলেন, 'স্টারলিংকের এই সেবা সরাসরি স্যাটেলাইট থেকে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ সরবরাহ করবে, যা প্রচলিত মোবাইল টাওয়ার নির্ভরতা দূর করবে।'

স্টারলিংক জানায়, তাদের নতুন প্রজন্মের স্যাটেলাইট প্রযুক্তি ইন্টারনেটের গতি ২ জিবিপিএস পর্যন্ত বাড়াতে পারে। এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও উন্নত ইন্টারনেট-সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: টিকটক দখল করতে চায় মাইক্রোসফট ও ওরাকল 

ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট সেবা কী?

এ সেবার মাধ্যমে মোবাইল ফোনকে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম করবে। ফলে মোবাইল টাওয়ার ছাড়াই ব্যবহারকারীরা যে কোনো স্থানে ইন্টারনেট ব্যবহার, টেক্সট পাঠানো ও কল করা সম্ভব হবে। এমনকি, ফলে দুর্গম পাহাড়, গভীর বন বা মাঝ সমুদ্র থেকেও মুঠোফোনে কল, টেক্সট ও ইন্টারনেট-সেবা পাওয়া যাবে। এছাড়া, এ সেবার জন্য নতুন ফোন বা অতিরিক্ত হার্ডওয়্যার লাগবে না। 

বিশেষজ্ঞরা বলছে, এ নতুন সেবা বিশ্বব্যাপী টেলিকম খাতে বিপ্লব ঘটাতে পারে। ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন প্রচলিত মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যায়, তখন স্টারলিংকের এই সেবা বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া গ্রামীণ কিংবা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সেলুলার সংযোগ নেই, সেখানেও এটি খুব ভালোভাবে কার্যকরী হবে।

জানা গেছে, ইতোমধ্যে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করেছে। ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। স্যাটেলাইটগুলো লেজার ব্যাকহলের মাধ্যমে স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বব্যাপী দ্রুত ও নিরবচ্ছিন্ন মোবাইল-সংযোগ নিশ্চিত করবে। সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়