News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৬, ২৭ জানুয়ারি ২০২৫

টিকটক দখল করতে চায় মাইক্রোসফট ও ওরাকল 

টিকটক দখল করতে চায় মাইক্রোসফট ও ওরাকল 

ছবি: সংগৃহীত

নানা জল্পনার পর যুক্তরাষ্ট্রে আবার বৈধভাবে কার্যক্রম চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শর্ত হিসেবে আগামী আড়াই মাসের মধ্যে টিকটকের ব্যবসা কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। 

এই ঘোষণার পর থেকে ওরাকল এবং মাইক্রোসফট-সহ আরও কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠান টিকটকের গ্লোবাল অপারেশন অধিগ্রহণ করার বিষয় নিয়ে কথা শুরু করেছে। এখানে ওরাকল চায় টিকটকের গ্লোবাল অপারেশনের দায়িত্ব নিতে অপরদিকে মাইক্রোসফট চায় টিকটকে বিনিয়োগ করতে। 

এনপিআরের সূত্রে সংবাদ মাধ্যম ভার্জ জানায়, টিকটকের ওপর থেকে বাইটড্যান্স -এর প্রভাব কমিয়ে অ্যাপের অ্যালগরিদম, ডাটা কালেকশন এবং সফটওয়্যার আপডেটের বিষয়গুলো ওরাকলের নজরদারিতে থাকবে। এমন একটি সমঝোতা করার পরিকল্পনা চলছে হোয়াইট হাউস থেকে। 

আরও পড়ুন: ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

ভার্জ আরও জানায়, ওরাকলের সার্ভার নেটওয়ার্ক ইতোমধ্যে টিকটকের একটি বড় অংশ সাপোর্ট দিচ্ছে। এই চুক্তি কার্যকর হলে টিকটক এর ওপরে আরও সক্রিয়ভাবে নজরদারি করতে পারবে ওরাকল।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এনপিআর-কে জানায়, মূলত টিকটকের ওপর থেকে চীনের অংশীদারিত্ব কমাতে এ ধরনের চুক্তি করার চেষ্টা করা হচ্ছে। ইতোপূর্বে ট্রাম্প টিকটকের সঙ্গে একটি যৌথ অংশীদারিত্বের চেষ্টা চালায় যেখানে যুক্তরাষ্ট্রের অর্ধেক মালিকানা থাকবে। তবে টিকটকের ব্যাপারে মাইক্রোসফটের অবস্থানটি এখনও পুরোপুরি পরিষ্কার নয় বলে জানায় সংবাদ মাধ্যম ভার্জ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়