News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪১, ২৩ আগস্ট ২০২৫

গ্রোক চ্যাটবটে লাখো আলাপ ফাঁস, গোপনীয়তা নিয়ে নতুন শঙ্কা

গ্রোক চ্যাটবটে লাখো আলাপ ফাঁস, গোপনীয়তা নিয়ে নতুন শঙ্কা

ছবি: ইন্টারনেট

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই–এর তৈরি চ্যাটবট ‘গ্রোক’ সম্প্রতি তাৎক্ষণিক অনলাইন অনুসন্ধান ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণের সুবিধার কারণে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। তবে হঠাৎ করেই এর ব্যবহারকারীদের কয়েক লাখ ব্যক্তিগত আলাপচারিতা অনলাইনে ফাঁস হয়ে পড়েছে।

ফাঁস হওয়া এসব আলাপ সরাসরি গুগল সার্চ ইঞ্জিনে পাওয়া যাচ্ছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

গ্রোকে একটি শেয়ার বাটন রয়েছে। সেটি চাপলে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপ ভাগাভাগি করার জন্য একটি লিংক তৈরি হয়। কিন্তু সেই লিংক প্রাপকের মধ্যে সীমাবদ্ধ না থেকে গুগলে ইনডেক্স হয়ে প্রকাশ্যে চলে যায়। গত বৃহস্পতিবার পর্যন্ত গুগলে প্রায় ৩ লাখ ৭০ হাজার গ্রোক চ্যাট পাওয়া গেছে।

ফাঁস হওয়া তথ্যে রয়েছে- নিরাপদ পাসওয়ার্ড তৈরির পরামর্শ, ওজন কমানোর খাদ্যতালিকা, জটিল চিকিৎসাবিষয়ক প্রশ্নোত্তরসহ নানা সংবেদনশীল তথ্য। বিশেষজ্ঞদের মতে, শেয়ারে সরাসরি ব্যবহারকারীর নাম বা অ্যাকাউন্ট দেখা না গেলেও ব্যক্তিগত অবস্থান, মানসিক স্বাস্থ্য, ব্যবসা কিংবা সম্পর্ক–সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে।

অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক লুক রোশার বলেন, “একবার অনলাইনে চলে গেলে এই তথ্য চিরদিন থেকেই যায়।” আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এথিকস ইন এআই ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ক্যারিসা ভেলিজ মন্তব্য করেন, “ব্যবহারকারীদের অজ্ঞাতে তাদের তথ্য প্রকাশ হওয়াই সবচেয়ে বড় উদ্বেগ।”

আরও পড়ুন: কমছে এক্সের ব্যবহারকারী, বাড়ছে থ্রেডসের প্রভাব

এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল চ্যাটজিপিটি–র ক্ষেত্রেও। তখন ওপেনএআই দ্রুত পদক্ষেপ নিয়ে একটি পরীক্ষামূলক ফিচার বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটির মতে, এটি ছিল স্বল্পমেয়াদি পরীক্ষা; তবে অনিচ্ছাকৃতভাবে ব্যবহারকারীর তথ্য প্রকাশ হওয়ার ঝুঁকি থাকায় তা সরিয়ে ফেলা হয়।

বিশ্লেষকদের ধারণা, গ্রোকের এই ঘটনা প্রযুক্তি জগতে আবারও বড় প্রশ্ন তুলেছে—এআই প্ল্যাটফর্মগুলো কতটা নিরাপদ, আর ব্যবহারকারীদের ডেটা রক্ষা করতে তারা কতটা সক্ষম?

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়