News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১৯, মৃত্যু নেই

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১৯, মৃত্যু নেই

ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যাননি। ফলে চলতি বছরের মৃতের সংখ্যা ১৮৮ জনেই অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো একাধিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তিকৃত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, চট্টগ্রামে ৭৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৪০ জন, দক্ষিণ সিটিতে ৩৯ জন এবং ময়মনসিংহে ২৩ জন রয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, আক্রান্ত ৬৬৮

একই সময়ে সারাদেশে ২৫৫ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৪৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৪ হাজার ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬০.৫% পুরুষ এবং ৩৯.৫% নারী।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে এডিস মশার বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়