স্মৃতিসৌধে যাচ্ছেন না খালেদা
ঢাকা: প্রতিবার গেলেও এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করতে যাননি তিনি।
রোববার দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল আটটায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির জাতীয় নেতা ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ থেকে স্পষ্ট হয় খালেদা জিয়া স্মৃতিসৌধে যাবেন না ।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে অবরুদ্ধ ও পরে স্বেচ্ছায় অবস্থান করছেন খালেদা জিয়া। সেখান থেকেই গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছেন তিনি। বিএনপির ধারনা, খালেদা জিয়া শ্রদ্ধা জানানোর জন্য কার্যালয় থেকে বের হলেই তাকে আর সেখানে প্রবেশ করতে দেয়া হবে না।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








