থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলনে নিহত ৩৬, আহত শতাধিক

ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর সমাবেশে পদদলনের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১৬ জন নারী, আটজন শিশু এবং অনেকে অজ্ঞাত পরিচয়ধারী রয়েছেন। আহতের সংখ্যা এখনও শতাধিক; এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, জনসভায় প্রাথমিকভাবে অনুমোদিত মানুষের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। তবে অভিনেতা তথা রাজনীতিক থালাপাতি বিজয়কে দেখার জন্য সমাবেশস্থলে আসা মানুষের সংখ্যা অনুমোদিতের দ্বিগুণেরও বেশি ছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাশিরভাথাম জানিয়েছেন, আহতদের মধ্যে ইতোমধ্যে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েক ডজন আহতকে হাসপাতালে আনার প্রক্রিয়া চলমান। পদদলনের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, বিজয়ের সমর্থকরা অন্তত ছয় ঘণ্টা ধরে তার আগমনের জন্য অপেক্ষা করছিলেন। তিনি নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে সমাবেশস্থলে পৌঁছালে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে জনতার ভিড় ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। অনেকে অজ্ঞান হয়ে পড়লে বিজয় তার বক্তৃতা আকস্মিকভাবে বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষদের পানির বোতল পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়ির মধ্যে বহু মানুষ পদদলিত হয়ে মারা যান।
এ সময় উপস্থিত নিরাপত্তাকর্মীরা তৎপর হয়ে অ্যালার্ম বাজাতে থাকেন। অ্যাম্বুলেন্সগুলোও ভিড়ের কারণে ঘটনা স্থলে পৌঁছাতে দেরি করে। তবে আহতদের দ্রুত উদ্ধার করে করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্সে প্রকাশিত পোস্টে লিখেছেন, করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি মানুষদের অবিলম্বে চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রাহ্মনিয়ানও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, করুরে রাজনৈতিক সমাবেশের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাইও একই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এদিকে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে বিজয়ের সমাবেশকে কেন্দ্র করে অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেছে এবং বিজয়কে গ্রেফতারের দাবি তুলেছে।
উল্লেখযোগ্য, এর আগে এই মাসের শুরুতে ত্রিচিতে বিজয়ের প্রথম সমাবেশেও বিশাল ভিড়ের কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এছাড়া ২০ আগস্ট মাদুরাইয়ে টিভিকে-এর সমাবেশে এক ব্যক্তির মৃত্যু হয়। সামনের বছরে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয় অংশগ্রহণ করতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি