তবুও ভারতের ‘সাপোর্টার’ জয়া
ঢাকা: বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের ‘ভারতপ্রীতি’র কারণ শুনে অবাক অনেকেই। ভারতের পশ্চিমবঙ্গের আঞ্চলিক একটি চলচ্চিত্রে অভিনয় করছেন বলেই তার ‘প্রিয়দল’ এখনও ভারত।
তাহলে জয়া কি দিন দিন নিজেকে ভারতের অভিনেত্রী ভাবতে শুরু করেছেন? এমন প্রশ্ন অনেকের মনেই। তিনি নিজেও টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সেটা প্রমাণ করেছেন।
ভারতের এ সংবাদমাধ্যমকে জয়া জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালেও তিনি ভারতকে সমর্থন করবেন। জয়ার প্রিয়দলও ভারত।
জয়া বলেন, “বাংলাদেশ জিতলে আমি খুশি হতাম। তবে হেরে যাওয়াতে আমি মোটেও বিচলিত নই। নতুন দল হয়েও ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ভালোই খেলেছে।”
তবে ফাইনাল খেলা মাঠে বসেই দেখবেন বলে জানান জয়া। ইতিমধ্যে টিকিটও কাটা হয়ে গেছে। ভিসা জটিলতা কেটে গেলেই সরাসরি খেলা দেখার সুযোগ পেয়ে যাবেন।
প্রসঙ্গত, ১৯ মার্চ আম্পায়ারের সহযোগিতায় ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় বলে বিশ্বব্যাপী অভিযোগ উঠেছে। পাশাপাশি ভারতের ক্রিকেটারদের নিয়েও ওঠে সমালোচনার ঝড়। সেদিন থেকে বাংলাদেশের সব শ্রেণির মানুষের সঙ্গে তারকারাও ভারতের এমন ভূমিকার বিরোধীতা করেন। নিজের চলচ্চিত্রের জন্য ভারতের এ ‘সমর্থন’কে ভালোচোখে দেখেননি কেউই। জয়ার বিরুদ্ধে দেশপ্রীতির ‘অভাব’ আছে বলেও মন্তব্য করেন অনেকে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








