২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে ডিএনসিসি

ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৫–২৬ অর্থবছরে দুই হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মঙ্গলবার গুলশান নগর ভবনে অনুষ্ঠিত অষ্টম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
সভা শেষে প্রশাসক জানান, পূর্বে বছরে মাত্র ৯০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ উদ্যোগ আবার চালু করা হচ্ছে। এবার থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারটি স্তরে শিক্ষার্থীরা মাসিক সর্বোচ্চ দুই হাজার টাকা করে বৃত্তি পাবে। বৃত্তির হার নতুনভাবে স্তরভিত্তিক পুনর্বিন্যাস করা হয়েছে।
সভায় ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ঘটনাস্থলগুলোতে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতেই এ উদ্যোগ বাস্তবায়নের কথা জানায় কর্পোরেশন।
আরও পড়ুন: সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এছাড়া উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে অবস্থিত জুলাই শহীদদের ১৩টি কবর বাঁধাই করে স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পার্ক ব্যবস্থাপনায় অংশীদারিত্বের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি অনুমোদন করা হয় সভায়। গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্ক ব্যবস্থাপনার বাতিলকৃত চুক্তি পুনর্বহাল করা হয়েছে। একইসঙ্গে বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ পার্ক ও ডা. ফজলে রাব্বি পার্কের দায়িত্ব দেওয়া হয়েছে গুলশান সোসাইটিকে এবং বনানী চেয়ারম্যান বাড়ি পার্কের দায়িত্ব দেওয়া হয়েছে বনানী স্পোর্টস এরিনাকে।
সভায় গুলশান এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় ছয় মাসের পরীক্ষামূলক দায়িত্ব গুলশান সোসাইটিকে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এটি একটি পাইলট প্রকল্প হিসেবে বিবেচিত হবে বলে জানানো হয়। প্রকল্পটির মাধ্যমে এলাকাভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার কার্যকারিতা যাচাই করা হবে।
এছাড়া মার্কেট ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগর পরিকল্পনা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা বলেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে নগর পরিচালনায় জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত হবে।
প্রশাসক মোহাম্মদ এজাজ সভা শেষে বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা একটি ন্যায্য ও গণতান্ত্রিক ঢাকা গড়ে তুলতে কাজ করছি।
নিউজবাংলাদেশ.কম/পলি