News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২১, ২৯ জুলাই ২০২৫

সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ফাইল ছবি

প্রথমবারের মতো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক ও ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এবারে সেকেন্ড টাইম পরীক্ষার্থীদেরও আবেদন করার সুযোগ থাকছে।

যেসব শিক্ষার্থী এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই ডিসিইউতে গণ্য হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করতে চান, তারা আবেদন ফি ফেরত পাবেন।

আরও পড়ুন: কারিগরি ও ভোকেশনালে ডিপ্লোমা ভর্তি শুরু ৩০ জুলাই

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইন ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২২ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৩ আগস্ট (শনিবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ১৭ আগস্ট থেকে সংগ্রহ করা যাবে এবং আসনবিন্যাস প্রকাশিত হবে ২০ আগস্ট থেকে। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়