কারিগরি ও ভোকেশনালে ডিপ্লোমা ভর্তি শুরু ৩০ জুলাই

ফাইল ছবি
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং দুই বছর মেয়াদি ভোকেশনাল শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৩০ জুলাই থেকে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শ্রেণি কার্যক্রম শুরু হবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি, ফিশারিজসহ বিভিন্ন বিষয়ে ভর্তির আবেদন করা যাবে। পাশাপাশি দুই বছর মেয়াদি ভোকেশনাল, বিএমটি ও কমার্স শিক্ষাক্রমেও আবেদন নেওয়া হবে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন করার পর বেসরকারি প্রতিষ্ঠানে আসন খালি থাকলে এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ফল জানানো হবে। ফল পাওয়ার পর নির্ধারিত ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।
নিশ্চায়নের সাত কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের মূল এসএসসি নম্বরপত্র, তিন কপি রঙিন ছবি এবং প্রশংসাপত্রের ফটোকপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। কেউ একাধিক প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চায়ন করলে বা পূর্ববর্তী শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন বাতিল না করলে চলতি শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
‘ও’ লেভেল পাস শিক্ষার্থীদের আবেদন শুরুর অন্তত দুই দিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সমমান সনদ সংগ্রহ করে কারিগরি শিক্ষা বোর্ডের ২ নম্বর ভবনের ৭০৬ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বোর্ড জানিয়েছে, এ বছর ব্ল্যাংক ফর্মে কাউকে ভর্তি করা যাবে না। সব শিক্ষাক্রমের ক্লাস শুরু হবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি, সোমবার থেকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি