ডাকসুর ২৮ পদে ফরম বিক্রি ৬৫৮
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ডাকসু নির্বাচনের ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে শেষ দিন, ১৯ আগস্ট, ৯৩টি ফরম সংগ্রহ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী সংখ্যা বর্তমানে প্রায় ৩৯,৭৭৫, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। এই হিসাবে প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১.৭৮ জন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক।
হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১,২২৬ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বামজোটের নেতৃত্বে ইমি ও মেঘমল্লার বসু
উল্লেখযোগ্য হলসমূহের ফরম সংগ্রহের সংখ্যা হলো সলিমুল্লাহ মুসলিম হল ৭১, শহীদুল্লাহ হল ৯৭, জগন্নাথ হল ৬৬, ফজলুল হক মুসলিম হল ৭৮, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৯৩, বেগম রোকেয়া হল ৪৬, সূর্যসেন হল ৯০, মুহসীন হল ৭৪, শামসুন্নাহার হল ৩৭, জসীমউদ্দীন হল ৭৪, জিয়াউর রহমান হল ৮৭, শেখ মুজিবুর রহমান হল ৬৯, কুয়েত মৈত্রী হল ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হল ৩০, অমর একুশে হল ৮৪, সুফিয়া কামাল হল ৪০, বিজয় একাত্তর হল ৮৮, স্যার এ এফ রহমান হল ৭৩।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ২০ আগস্ট, এবং এ পর্যন্ত ১০৬টি ফরম জমা পড়েছে। ফরম যাচাই-বাছাই সম্পন্ন হবে ২১ আগস্ট, এবং একই দিনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোনো প্রার্থী চাইলে ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট।
ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ফরম সংগ্রহে কোনো প্রার্থী দলীয় পরিচয় ব্যবহার করেননি। বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ পাওয়া যায়, তবে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








