গৃহবধূর লাশ উদ্ধার
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ফুলজোড় গ্রাম থেকে সাহার বানু (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আল আমিন পলাতক রয়েছে।
মঙ্গলবার দুপুরে ফুলজোড় গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাজীপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর পূর্বে উপজেলার চকপাড়া গ্রামের আবু সাইদের মেয়ে সাহার বানুর সাথে আল আমিনের বিয়ে হয়। তাদের ঘরে দুবছরের এক সন্তান রয়েছে।
পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে সাহার বানু নিজ ঘরের সিলিংয়ের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করে তারা।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








