News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৮, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০১:৪৮, ৩০ জানুয়ারি ২০২০

নিরাপত্তা চেয়ে ডিএমপিকে রিটানিং অফিসারদের চিঠি

নিরাপত্তা চেয়ে ডিএমপিকে রিটানিং অফিসারদের চিঠি

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রিটানিং অফিসারেরা নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছেন।

মঙ্গলবার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার কাছে উত্তরের রিটানিং অফিসার শাহ আলম ও দক্ষিণের রিটানিং অফিসার মিহির সাওয়ার মোর্শেদ তিনি এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, সম্ভাব্য মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা যেন অযাচিতভাবে নিয়মভঙ্গ করে রিটানিং কর্মকর্তার অফিসে ঢুকতে না পারে সেজন্য রিটানিং কার্যালয়ের নিরাপত্তা আরও জোরদার করা উচিত।

একই সঙ্গে রিটানিং অফিসারের কক্ষে নির্বাচন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়। যা সমর্থকদের ভীড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।  

প্রসঙ্গত, গত কয়েকদিনে রিটানিং অফিসে মনোনয়ন কিনতে আসা মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীরা নিয়ম ভঙ্গ করে ৫ জনের অধিক সমর্থক নিয়ে রিটানিং অফিসারের কার্যালয়ে অফিসে ভিড় করছেন। অনেক প্রার্থীকে মিছিল এবং শোডাউন সহকারেও মনোনয়ন সংগ্রহ করতে দেখা গেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ঢাকা সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৬ জন। এর মধ্যে কেবল সোমবারেই নিয়েছেন সাত জন। কাউন্সিলর পদে মনোনয়ন পত্র নিয়েছেন ৯৬৭ জন।

এর মধ্যে উত্তরে ৩৩১জন ও দক্ষিণে ৬৩৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। উত্তরে সাধারণ কাউন্সিলর হিসেবে ২৬৯ জন এবং সংরক্ষিত নারী পদপ্রার্থী ১৬৪ জন রয়েছেন। দক্ষিণে সাধারণ কাউন্সিলর হিসেবে ৫৩৪ ও সংরক্ষিতে নারী পদে ১০২ জন মনোনয়ন নিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়