News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০১, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫০, ১৮ জানুয়ারি ২০২০

ঋণখেলাপির তথ্য চেয়েছে ইসি

ঋণখেলাপির তথ্য চেয়েছে ইসি

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে কোনো ঋণখেলাপি যাতে প্রার্থী হতে না পারে সেজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির পক্ষ থেকে এ সংক্রান্ত পাঠানো হয়।
 
ইসি সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলামের কাছে পাঠানো হয়েছে।
 
চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচন আইন ২০০৯ অনুসারে ঋণখেলাপিরা নির্বাচনে অযোগ্য। ২০১০ এর বিধি ১৫ মতে রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন নেয়ার বিরুদ্ধে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখের তিন দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।
 
এতে আরো বলা হয়, আইন অনুযায়ী কোনো ঋণখেলাপি ব্যক্তি তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। এ কারণে ঋণ খেলাপি ব্যক্তিকে যাতে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায় সেজন্যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে সরবরাহ করতে হবে।
 
২৯ মার্চ বিকাল ৫টার পর থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের বরাবর মনোনয়নপত্র দাখিলকারীর প্রয়োজনীয় তথ্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের পক্ষ থেকে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে এ চিঠিতে।
 
ইসি সূত্র জানায়, কোনো ঋণখেলাপি ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সে জন্য আগে থেকেই এমন সতর্কতা নিয়েছে ইসি।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়