News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৯, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২২, ১৮ জানুয়ারি ২০২০

মংলায় ভবন ধস, প্রকাশ হয়নি নিহতদের প্রকৃত সংখ্যা

মংলায় ভবন ধস, প্রকাশ হয়নি নিহতদের প্রকৃত সংখ্যা

ঢাকা: মংলায় ভবন ধসে নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি, বলে অভিযোগ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)।

রোবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ফয়জুল হাকিম বলেন, “মংলায় সেনাকল্যাণ সংস্থার ভবন ধসে নিহত শ্রমিকদের প্রকৃত সংখ্যা গোপন করা হয়েছে। এ ভবন ধসের ঘটনাকে দূর্ঘটনা বলে প্রচার করে ভবন ধসের কারণ ধামাচাপা দেয়া হচ্ছে। এটা কোন দূর্ঘটনা নয়, এটা হত্যাকান্ড। এ হত্যার জন্য দোষীদের গ্রেফতার করে বিচার করতে হবে।”

সভাপতির বক্তব্যে আবদুস সাত্তার বলেন, “চরম মুনাফালোভী শাসক-শোষক শ্রেণীর এই হত্যা-নির্যাতন মেনে নেয়া যায় না। এই পরিস্থিতি বদলাতে শ্রমিকশ্রেণিকে  রাজপথে নামতে হবে।”

আবদুস সাত্তারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ফয়জুল হাকিম, শ্রমিক নেতা দেলওয়ার হোসেন ও সুমন মল্লিক।

সমাবেশে বক্তারা ভবন ধসের জন্য দায়ী ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও নিহত প্রতি শ্রমিক পরিবারকে নগদ ৪৮ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
 
 নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়