সায়েদাবাদে আগুন, নিয়ন্ত্রণে দমকলের ৩টি ইউনিট
ঢাকা: রাজধানীর সায়েদাবাদ ওয়াসা কলোনীতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একযোগে কাজ করছে।
রোববার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা নিউজবাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সোয়া ৩টার দিকে সায়েদাবাদের ওয়াসা কলোনীতে আগুন লাগার খরব পান। এরপরই ঘটনাস্থলে ৩টি ইউনিট পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর তিনি জানাতে পারেননি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








