সালাহ উদ্দিনের খোঁজ পাওয়ার গুজব ছড়ানোর দায়ে আটক ২
ঢাকা: ‘গাইবান্ধার খাটিয়ামারির দূর্গম চরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহম্মেদের লাশ দেখা গেছে’- পুলিশকে ফোনে এমন তথ্য জানানোর দায়ে দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, মনির হোসেন এবং উজ্জল।
রোববার দুপুরে রাজধানীর মিন্টোরোডে মহানগর গোয়েন্দা কার্যালয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম তাদের আটকের তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রাম থেকে আজ সকালেই তাদের আটক করা হয়।
এর আগে ১৯ মার্চ বৃহস্পতিবার `নিখোঁজ` বিএনপি নেতা সালাহ উদ্দিনকে দূর্গম চরে দেখা গেছে বলে মুঠোফোনে পুলিশকে জানানো হয়। পরে সেই সূত্র ধরে রাতভর আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা গাইবান্ধার খাটিয়ামারির চরে অভিযান চালায়। কিন্তু রাতভর অভিযান চালিয়েও তারা সালাহ উদ্দিনের কোন হদিস পায়নি। পরে ওই ফোন নম্বর ট্রাকিং করে রোববার সকালে চট্টগ্রাম থেকে আটক করা হয় মনির এবং উজ্জলকে।
এদিকে এসময় অভিজিৎ হত্যাকাণ্ড মামলার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে ডিবির যুগ্ম-কমিশনার বলেন, ‘মুক্ত চিন্তার কারণেই অভিজতে হত্যা করে দূর্বত্তরা। এফবিআই এর ল্যাবে বেশ কিছু আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেগুলো আসলেই বলা যাবে এ হত্যাকাণ্ডের পেছনে কারা।’
উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে `নিখোঁজ` বিএনপি নেতা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তবে সরকারের পক্ষ থেকে সেই অভিযোগ নাকচ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এসজে
নিউজবাংলাদেশ.কম








